পিতা- মাতার ছায়া যতদিন জগতে কোনো চিন্তা নাই ততদিন যার নেই এমন কোনো ছায়া সে বঞ্চিত জগৎ এক পরম পাওয়া।
সবারই জীবনের গন্তব্য নির্ধারিত কিন্তু গন্তব্যের সময় কারও নির্ধারিত নয় কার জন্য কতোটা সময় ধার্য করেছেন ভগবান তা কারও জানা নেই..।।
প্রতিজ্ঞা করলে যে প্রতিজ্ঞা নেভাতে হয় বর্তমানে মানুষ জানেই না প্রতিজ্ঞার মানে তাইতো তারা প্রতিজ্ঞা করে ঠিকই কিন্তু প্রতিজ্ঞার নেভাতে জানে কি ?
প্রতিটা জীবেরই মৃত্যুর কাউন্টডাউন শুরু হয়ে যায় ভূপৃষ্ঠ হওয়ার পর থেকেই। জীবনে সময় নির্দিষ্ট তাই জীবনের প্রতিটা মুহূর্তকে উপভোগ করে প্রতিনিয়ত।
মন প্রফুল্ল থাকলে ছোট্ট বিষয় ও আনন্দোৎসব এ পরিনত হয় কিন্তু মন দুঃখী হলে বড় উৎসব ও আনন্দ নয় বিস্বাদ মনে হয়।