শত সহস্র যোজন দূরে কল্পনার তীরে দানীবে কে তোমায় নতুন জীবন? যে ভুলিছো বাস্তবকে? এই যে তরুবীথির কাঁপুনি বাতাসের শিহরণ অবেলায় হাসি দু ঠোঁটের ফাঁকে বেলায় অবগাহন,, সবি কি তবে মিথ্যে জেনেছো? বুকে পাষান বেঁধে! কল্পনাকে আঁকড়ে ধরেছো বাস্তবতাকে ভুলতে?
মন খারাপ গুলো না সেই বিরক্তিকর বখাটে ছেলে গুলোর মতো হয়। যত ভয় পাবে তোমাকে ততই তোমাকে আরও বিরক্ত করতে চাইবে। তাই একটু সাহস করে রুখে দাঁড়াও, দেখবে সে চির-বিদায় না নিলেও তোমায় ভয় পাবে। এভাবেই সামলে যাবে তুমি বন্ধু।