বিরহের ইতিকথা লিখতে লাগে ভালো
ভালোবাসা ঘুমিয়ে নিকষ অন্ধকারে
শুধু কবিতায় ফুটে ওঠে আলো
বসন্ত বাতাসে দোলা লেগে
ঝরে ছিলো যতো না পাওয়া প্রেমের পাতা
কুড়িয়ে নিয়েছি যত্ন করে
মনের ডালে সে গুলো রয়েছে গাঁথা
আমারও একটা গল্প ছিল
ভালোবাসায় ভরা
স্মৃতি গুলো রয়ে গেছে
ভালোবাসা অধরা
মৃতের রাজ্যে তোমায় স্বাগত হে বন্ধু
এসো তোমায় আলাপ করিয়েদি চির মুক্তির সাথে
মুক্তির গহবরে যে কতটা সুখ কতটাই বা বেদনা
সে স্বাদ কি আর জীবিতদের ঠোঁটে লেগে
আবেগ এবং বিবেক
নেশা করলে প্রথমটা আসে
দ্বিতীয়টা চলে যায়
বেলা শেষে যদি পড়ে থাকে
শুধুই পিছুটান
অবেলাতেই শোনাবো তোমায়
ভালোবাসার গান
"চিরন্তন প্রেমের কাহিনী হয়ে থাকতে চাই তোর হৃদয় ভুবনে,
নাইবা হলো অভিসার এবেলা,
মিলন হবে ঠিকই অন্য কোথাও,
হয়ত অন্য কোনো জীবনে"
প্রেম মরীচিকা
"আমার অগ্নি বিহঙ্গ চেতনায়,
তুমিই জ্বালালে অগ্নীশিখা,
পরিচিত আজ দেশকাল পারাবার,
তুমিই শেখালে প্রেম নয় মরীচিকা।।"