dibyendu dey
Literary Lieutenant
17
Posts
1
Followers
1
Following

Learning how to learn!

Share with friends

বিরহের ইতিকথা লিখতে লাগে ভালো ভালোবাসা ঘুমিয়ে নিকষ অন্ধকারে শুধু কবিতায় ফুটে ওঠে আলো

বসন্ত বাতাসে দোলা লেগে ঝরে ছিলো যতো না পাওয়া প্রেমের পাতা কুড়িয়ে নিয়েছি যত্ন করে মনের ডালে সে গুলো রয়েছে গাঁথা

আমারও একটা গল্প ছিল ভালোবাসায় ভরা স্মৃতি গুলো রয়ে গেছে ভালোবাসা অধরা

মৃতের রাজ্যে তোমায় স্বাগত হে বন্ধু এসো তোমায় আলাপ করিয়েদি চির মুক্তির সাথে মুক্তির গহবরে যে কতটা সুখ কতটাই বা বেদনা সে স্বাদ কি আর জীবিতদের ঠোঁটে লেগে

আবেগ এবং বিবেক নেশা করলে প্রথমটা আসে দ্বিতীয়টা চলে যায়

বেলা শেষে যদি পড়ে থাকে শুধুই পিছুটান অবেলাতেই শোনাবো তোমায় ভালোবাসার গান

"চিরন্তন প্রেমের কাহিনী হয়ে থাকতে চাই তোর হৃদয় ভুবনে, নাইবা হলো অভিসার এবেলা, মিলন হবে ঠিকই অন্য কোথাও, হয়ত অন্য কোনো জীবনে"

প্রেম মরীচিকা "আমার অগ্নি বিহঙ্গ চেতনায়, তুমিই জ্বালালে অগ্নীশিখা, পরিচিত আজ দেশকাল পারাবার, তুমিই শেখালে প্রেম নয় মরীচিকা।।"


Feed

Library

Write

Notification
Profile