হোলির দিনে আজকে সবাই রংয়ের খেলায় মাতি,
রেখোনা কোনো ভেদাভেদ আমরা মানবজাতি।
চাঁদের থেকে বেরিয়ে আসা জ্যোৎস্নার আলো সমুদ্রের বুকে ওঠা ঢেউকে ছুঁয়ে আবার প্রমাণ করে দিল, যেখানে ভালোবাসা থাকে সখানে দূরত্বটা কোনো সমস্যাই নয়।
সবার মনে রং লাগিয়ে এলো খুশির দোল,
বন্ধ দুয়ার খোল রে সবাই, সকল দুঃখ ভোল।
স্মৃতিরা আজ কালবৈশাখী, তাই খুব চেনা মনে হচ্ছে বৃষ্টিকে
তোর কাছে ফিরতে চেয়েছে সব রাত, শুধু তোর মনের ঠিকানা জানা ছিল না।
'নারী দিবস'-এর নামে নারীদের জন্য যেন,
একটি বিশেষ দিন পালিত না হয়।
প্রতিদিনের জীবনে নারীদের দাও সম্মান,
জেনে রাখো তবেই হবে মানব সভ্যতার জয়।
'ভালোবাসা' এমন ডাক্তার যা অতি সহজেই মনের অনেক অসুখ, যন্ত্রণা সারিয়ে দিতে পারে।
স্বার্থপর হতো যদি আকাশের চাঁদ, তারা,
হয়তো পৃথিবীও পথ হারিয়ে হতো দিশাহারা।
হয়তো আজও পারিনি আমি,
হতে স্বার্থপর।
তাইতো ভাবি সবাই আপন,
কেউ নয়গো পর।