না তুমি, না আমি , Ultimately কেউই perfect হয় না প্রিয়, Imperfect এই আমি টা কে মেনে সম্পর্কটাকে perfect বানিয়ে নিও।
হঠাৎ করে বড্ড ছোটো হতে ইচ্ছে করে তাই, তবুও ছেলেবেলা গুলো ফিরে আসে না এ বেলায়। ছেলেবেলা হারিয়ে যায় চিরকালের জন্য, শুধু রয়ে যায় খামে বোনা সেই স্মৃতিচিহ্ন।।
এখন ইন্টারনেটের যুগ, তাই দূরের লোক আর নেই বহুদূরে, কিন্তু, খেয়ালই নেই , কাছের মানুষ কখন হারিয়ে গেছে কোন সে অচিনপুরে।
পৃথিবী খুব অদ্ভুত রকমের তাই না!! হাজার রকম গল্প হয়, হয় হাজার রকম বায়না।। সবাই আলাদাই আছে সবাই আলাদা রকম, সবার জীবনেই মৌলিকতা আছে, অভিজ্ঞতা হাজার রকম।।