মাঝেমাঝে ঝগড়া হওয়াটা জরুরি। সত্যি বলছি। এই যে ধরো তুমি ওকে ভালোবাসো, ও তোমাকে ভালোবাসে, তোমাদের মাঝে একটা জোর ঝামেলা বাধলো। এরপরই তোমরা কথা বলা বন্ধ করে দেবে স্বাভাবিক ভাবেই। একদিন, দুদিন, তিনদিন... সময় কাটবে। একে ওপরের কথা মনে পড়বে তোমাদের। কিন্তু তাও তোমরা কেউ কারোর সাথেই কথা বলবে না। হঠাৎ করে একদিন দেখা করবে তোমরা! আর বিশ্বাস কর সেদিন যে যতবেশি কাঁদবে তার ভালোবাসা ততো আসল।