Agniswar Sarkar
Literary Captain
AUTHOR OF THE YEAR 2020 - NOMINEE

93
ପୋଷ୍ଟସ୍
199
ଅନୁସରଣକାରୀ
2
ଅନୁସରଣ କରୁଛନ୍ତି

বৃত্তিমূলক বিভাগের শিক্ষক , 'আনন্দকানন' পত্রিকার সম্পাদক । ছোটো থেকেই বই পড়া নেশা । গত তিন বছর ধরে ব্যক্তিগত শখে লেখালিখি ।

ବନ୍ଧୁମାନଙ୍କ ସହ ବାଣ୍ଟନ୍ତୁ

তোদের মাঝে , সকাল সাঁঝে মনের মাঝে , পড়ার ঘণ্টা বাজে।

তোমার সুরে, হারাই কোন সুদূরে।

নাইবা থাকলে পাশে , থেকো আমার - নিঃশ্বাসে আশ্বাসে বিশ্বাসে ।

আলোকিত করার আশা নিয়ে, দাঁড়িয়ে আছি একাকী হয়ে ।

তোমার সুরে সুর মিলিয়ে , আমাদের পথ চলা ।

ঠোঁটের উষ্ণ আলিঙ্গন , সিক্ত হল দুটি মন ।

উষ্ণ আলিঙ্গন , বাহুডোরে হোক প্রেমের উন্মোচন ।

হাতের উপর হাতটা রাখি, জীবনভর সাথে থাকি ।

দুঃখের দিনগুলো আমাকে পাশে নিও , সুখের দিনগুলো না হয় অন্য কাউকে দিও ।।


ଫିଡ଼୍

ଲାଇବ୍ରେରୀ

ଲେଖନ୍ତୁ

ସୂଚନା
ପ୍ରୋଫାଇଲ୍