তোদের মাঝে , সকাল সাঁঝে
মনের মাঝে , পড়ার ঘণ্টা বাজে।
তোমার সুরে,
হারাই কোন সুদূরে।
নাইবা থাকলে পাশে ,
থেকো আমার -
নিঃশ্বাসে
আশ্বাসে
বিশ্বাসে ।
আলোকিত করার আশা নিয়ে,
দাঁড়িয়ে আছি একাকী হয়ে ।
তোমার সুরে সুর মিলিয়ে ,
আমাদের পথ চলা ।
ঠোঁটের উষ্ণ আলিঙ্গন ,
সিক্ত হল দুটি মন ।
উষ্ণ আলিঙ্গন ,
বাহুডোরে হোক প্রেমের উন্মোচন ।
হাতের উপর হাতটা রাখি,
জীবনভর সাথে থাকি ।
দুঃখের দিনগুলো আমাকে পাশে নিও ,
সুখের দিনগুলো না হয় অন্য কাউকে দিও ।।