আপন জগতে স্বপ্নবিলাসী একটি মেয়ে আমি, তাই কল্পনার জগতে প্রবেশ করা অনেক আগে। নিজের জীবনের অবসর সময়টা স্বপ্ন দেখে কাটাই। কিছুটা স্বপ্ন, কল্পনা ও বাস্তবের সম্মেলনে তৈরি নিজের রূপকথার জগতের সাক্ষী থেকে যান আপনারা।
ভালোবাসার সঙ্গে বাস্তবতার কোন মিল নেই। ভালোবাসায় থাকে অফুরন্ত কল্পনা আর বাস্তবতায় থাকে অসীম অসহ্য যন্ত্রণা। ভালোবাসার জগৎ কখনোই বাস্তব হতে পারে না। তবুও মানুষ ভালোবাসে কারণ এই অলীক কল্পনা ছাড়াই মানুষ নিজেকে খুঁজে পায় না।