ইচ্ছেগুলো ইচ্ছে হয়ে ইচ্ছেতেই রয়ে গেছে, স্বপ্নগুলো স্বপ্ন হয়ে স্বপ্নতেই বয়ে গেছে।।
সাময়িক কিছু পাওয়ার আশায় বৃথা ছুটে যাওয়ার থেকে বসে বসে স্থায়ী কিছুর আশা করাটাই শ্রেয় ।।
আকাশের ধ্রুবতারা যতই দিকনির্ণয় করুক, অনেকসময় কোণে বসে থাকা একটা ছোট্ট তারাও অনেক কার্যকারী হয় ।।