ভুলটা সবার চোখে পড়ে
ঠিকটা নেহাৎ চাপা।
মানুষ হয়ে জন্ম নিলেও
মনুষ্যত্বই কেবল মাপা।
I am God. Because they say God is in all things. So if God is in me, then I am in God. Therefore, I am God. God does not exist without me.
মানুষ মুক্তি খুঁজেনি! খুঁজেছিলো খাদ্য!
যদি খুঁজতো মুক্তি তবে খাদ্য মিলতো অনায়াসে।
মূলত মানুষের মস্তিষ্কের পরাধীনতার মুক্তি দরকার।
তোকে ভালবাসি।
তোকে ভালবাসি আমার ফেলে আসা শৈশবের মতো...
শুধু রঙিন বসন্ত নয়,
শক্ত করে জড়িয়ে থেকো মনখারাপের কান্নাদিনে...
দিচ্ছি কথা,
বুকের ধুকপুকুনি শুনেই তোমায় ভিড়ের মাঝেও নেবই চিনে....
কে কী বললো বাদ দাও....
নিজের প্রতিভাকে লালন করো,
এটাই তোমাকে সাফ্যলের উচ্চতার শিখরে পৌছে দেবে।
নিজের প্রতিভাকে কখনো অবহেলা করোনা,
অবহেলা করলে তুমি নিজেই বিলুপ্ত হয়ে যাবে।
সবারই আছে প্রতিভা,
যদি তা প্রকাশ পায়....
কারো কথা বিশ্ব জানে,
কারো তা গুপ্তই থেকে যায়।
প্রতিভা যদি গড়ায় মাটির ধুলায়,
কে করে হৃদয় বাসনার অন্বেষন ?
প্রস্ফুটিত পুষ্প আঘাতে ঝরে যে হায় !
নেই বুঝি তার প্রতি কারও আকর্ষণ।
প্রতিভা থাকে না চাপা, না পেলেও যত্ন,
বিকশিত হয় সে, এক অমূল্য রত্ন।