Sudeshna Mondal
Literary Colonel
AUTHOR OF THE YEAR 2021 - NOMINEE

51
Posts
169
Followers
1
Following

I am a student of Microbiology (H).

Share with friends
Earned badges
See all

পড়ন্ত বিকেলে সোনাঝরা রোদ্দুরে হঠাৎ পাওয়া গোলাপের ঘ্রাণ, তুমিই আমার যত্নে সাজানো স্বরলিপি তুমিই তো আমার গীতবিতান।।

চারিদিকে খুশি আর আলোর রোশনাই মনটা আমার উড়ু উড়ু, কোনো কিছুতেই আর বশ নাই। ডানা মেলে উড়ে যেতে চাই কোনো নাম না জানা দেশে যেইখানেতে সূয‍্যিমামা দিনের শেষে মেশে।

দূরে থেকেও আছি কাছাকাছি তোমাকে যে বড্ড ভালোবাসি তুমি থেকো সারাজীবন এমনি সদা হাসি-খুশি, আদুরে আহ্লাদী গান-বাজনা, পড়াশোনা রান্নায় নেই তোমার তুলনা জীবনে বারবার আসুক এমন দিন শেষে জানাই তোমায় শুভ জন্মদিন।।

জানি ঠিক দেখা হবে প্রভাতে কিংবা দিনের শেষে লিখেছি চিঠি তোমার নামে সময়ের অবকাশে। যদি নাই বা হয় দেখা থাকুক চিঠি আমার কাছে ভালোবাসার কোনো গোপন খামে।

সবার জন্য বসন্ত হয় না রঙিন; কেউ হয়ে যায় আরব বেদুইন। জমা থাক সব খারাপ লাগা-দুঃখ-কষ্ট; তোমার সাথে কাটানো সব মূহুর্তই আমার কাছে শ্রেষ্ঠ।

বসন্তের আঘাত আজও ভুলতে পারেনি মন; দিন-খন-সময় সবই মনে পড়ে সারাক্ষণ। যত্নে রেখেছি ভালোবাসা মনের গোপনে; জানি দেখা হবে ঠিক অন্য কোনো বিসর্জনে।

নির্জনতা ততক্ষণ শান্তির যতক্ষণ নিঃসঙ্গতা এসে ভিড় না জমায়।

আমরা যদি উত্তাল নদীর বেসামাল নৌকা হই; শক্ত হাতে হাল ধরা মাঝির অপর নাম-ই হলো শিক্ষক

পৃথিবীর বাসিন্দা মোরা পাই শুধু সান্ত্বনা; ভিনদেশী তারা ওরা, হয়ে সেরার সেরা, রেখে যায় শুধু গঞ্জনা।


Feed

Library

Write

Notification
Profile