লিখতে ভালোবাসি ছোট থেকেই। ছোটবেলায় হাতের কাছে ডায়রি পেলেই বসে যেতাম আমার প্রিয় চরিত্র গুলোকে নিয়ে লিখতে। ক্রমে পড়ার চাপে কয়েক বছরের জন্য লেখালেখি হারিয়ে ফেলেছিলাম। তবে আবার এখন শুরু করেছি স্টোরিমিররের হাত ধরে। আশীর্বাদ করবেন যাত অনেকদূর এগোতে পারি।
Share with friendsজীবনের প্রতিটি মুহূর্তই স্মরণীয়,কারণ সেই মুহূর্তটি আমরা আর ফিরে পাব না আর হয়তো সেই মুহুর্তটিই আমাদের পরবর্তীতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে