এ যাবৎ পেলাম অনেক সুখ, দুঃখ, ভালোবাসা, হল অনেক নব নব অভিজ্ঞতা। ঈশ্বর লহ সহস্র প্রনাম, সত্যি অতি মনোরম, এ মানব জীবন যাত্রা।
শীতের সকালে কুয়াশা মাখা গাদা ফুল, শরতের হাস্যোজ্জ্বল শিউলি, পাগল হাওয়ায় মাথা নত করে অভিবাদন জানাতে থাকা সবুজ ক্ষেতের গুচ্ছ গুচ্ছ ধান। সদা ব্যস্ত বাড়াতে প্রকৃতির সৌন্দর্যের মান।
আমরা অনেক কিছু পাবার আশা করি, হয়ত সব পাইনা, তখনই ভুগি আত্ম গ্লানিতে। তবে অতীতকে ভুলে করা কি যায়না নতুন আশার নতুন শুরু?
কিছুটা পেলাম, কিছু হারালাম, কিছু পাথেয় হল অর্জিত। পুরাতনের থেকে নিয়ে শিক্ষা, নতুন কে করব সুসজ্জিত।
কোনো কিছু দেখার দৃষ্টিতে খাদ থাকলেও থাকতে পারে, তবে উপলব্ধি করার যে দৃষ্টি তাতে স্বচ্ছতা থাকা আবশ্যিক।
শিক্ষকতা ছিল তোমার ব্রত, নারী শিক্ষার প্রয়োজনীয়তা দাওনি যেতে ভুলে। সমাজ সংস্কারে অগ্রনী ভূমিকা ছিল প্রতিনিয়ত, তুমি সাবিত্রী বাই ফুলে।
জীবনে সব কিছু চাইলেই আমরা পাই না। যা পাই তার জন্য নিশ্চিত রূপে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা নিয়োজিত করে থাকি। আমরা হয়তো বুঝতেও পারিনা ঐ কাঙ্ক্ষিত বিষয়টি আমাদের জীবনের লক্ষ্য হয়ে উঠেছিল, আমাদের অজান্তেই।