দেখেছি প্রেম এক সমুদ্র ... হারিয়েছি কখন ঠিক জানি না তো ... ছোঁয়ায় ছোঁয়ায় বাঁধনহারা অল্প বেশি ... তোমার বুকেই মাথা রেখে আমি খুশি ...
অলিখিত অভিযোগে ছেড়েছি হাত । নুতন কাব্যে নুতন ভোরে তুমি খুঁজেছ তোমায় । রাস্তায় তুমি আবার হাঁটবে যখন একা ; গন্তব্য যেনো আমার স্মৃতি না হয় ...।
" আজ বিকেলে ' তোমায় ' দেখতে চাই ; পরন্ত নরম আলোয় তোমায় ছুঁতে চাই ; তোমার চোখের ঔজ্জ্বল্যতা আলোকিত করুক আমায় , পড়তে যেন পারি সেই ভাষা , যা লেখা তোমার চোখের পাতায় । কিছু আলোক রশ্মি দ্রুত পশ্চিমে করে গমন ; কিছু তোমার আমার মধ্যিখানে আবদ্ধ হয় , বলে সারাজীবন থাকবে , এটাই নাকি প্রেমের বন্ধন ।। "
" মান ও অভিমানের ঝগড়া থামিয়ে রাগ গেলো ঘুম পাড়ানির দেশে ; আবার নতুন ভোরে , নতুন বেশে ফিরে এলো একগাল হেসে ।। "
স্বর্গ কি ? কেউ কি দেখেছো কখনো ? খিদের জ্বালায় তাড়িত মুখ ; একমুঠো ভাতের পর , সুখ-নিদ্রায় ফুটপাতে , বোধয় স্বর্গ এখানেই লুকানো ।।
" তৃষ্ণা ! একটু জল চাই , বেঁচে থাকবো বোধয় , একটু জল পেলে । ৩০ টা বছরের তৃষ্ণা , মিটবে কি একদিনে ? সময় এসেছে ফুরিয়ে , আর নেই , এই দিনটা গেলে ।। "