Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer



00:00
00:00

Brijraj Bhawan Palace Hotel ব্রিজ রাজ প্যালেসে হোটেল।

Brijraj Bh

১৮৩১ শতকে ভারতে কবে ইংল্যান্ডের নিয়ন্ত্রণে ছিল এবং ভারতের বেশিরভাগ শহর পুরোপুরি ব্রিটিশদের অধীনে ছিল এই পরিস্থিতিতে কোটা কোটা রাজস্থানের যা অন্যতম বড় শহর হিসেবে পরিচিত ছিল পুরোপুরি ব্রিটিশ আধিকারিকদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল এবং রাজা কথোপকথনের পুতুলের মত কাজ করতো।

সাধারণত ব্রিটিশ শাসনের কথা বললেই ভারতীয়দের চোখের সামনে সবার আগে ভেসে ওঠে অত্যাচারের ছবি। স্বাভাবিক, বেশ অনেক ব্রিটিশ শাসক কম অত্যাচার তো আর করেননি নেটিভদের উপরে!

কিন্তু, ওই ব্রিটিশদের মধ্যেই ভালও তো ছিল! যাঁদের অনেকেই নেটিভদের প্রচুর উপকারও করেছেন।

অথচ, সিপাহি বিদ্রোহের সময়ে ভারতীয় সিপাহিরা সে সব বিচারের মতো অবস্থাতেই ছিল না। সে সময় এক দিকে ব্রিটিশরা বিদ্রোহ দমনের জন্য বিচার না করে অকাতরে মেরে ফেলছেন ভারতীয়দের! আর অন্য দিকে, ভারতীয় সিপাহিরাও সাদা চামড়া দেখলেই নির্দ্বিধায় হত্যা করছে! অফিসারদের আবাস হিসেবে তারা হাজার ১৮৩০ সালে একটি প্রাসাদ তৈরি করেছিলেন এবং এর নাম রেখেছিলেন ব্রিরাজ্ রাজ প্রাসাদ। যার একটি উল্লেখযোগ্য আক্ষরিক অর্থ হলো ব্রিটিশ রাজ প্রাসাদ। যদিও এর দ্বিমত আছে। অনেকেই মনে করেন এই নামকরণ করা হয়েছিল স্বাধীনতা-উত্তর রাজা বৃজরাজের নামে। 

সে ভাবেই সিপাহিদের বিদ্রোহের মুখে পড়েন মেজর বার্টন। দুই ছেলে নিয়ে তিনি সেই সময়ে থাকতেন কোটার ব্রিজ রাজ প্যালেসে। ক্ষিপ্ত সিপাহিরা প্রাসাদ ঘেরাও করে। এবং হত্যা করে দুই সন্তান-সহ মেজর বার্টনকে।

নিয়তির এমনই পরিহাস, সিপাহিরা চাইলেও প্রাসাদছাড়া করতে পারেনি বার্টনকে। আজও তাঁর অতৃপ্ত আত্মা ঘুরে বেড়াচ্ছে প্যালেসে।

এর অনেক দিন পরে কোটার মহারানি সেই প্রাসাদে থাকতে আসেন। বার্টনকে যে ঘরে হত্যা করা হয়েছিল, সেটা ছিল রানির বসার ঘর। রানি একদা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি অনেকবার মেজর বার্টনকে প্রাসাদে দেখেছেন।

পরে ১৯৮০ সালে এই প্যালেস হস্তান্তরিত হয়। রানি চলে যান অন্যত্র। ঐতিহ্যবাহী এই প্যালেস পরিণত হয় বিলাসবহুল হোটেলে।এবং, অভিযোগ জানাতে থাকেন অনেকেই, তাঁরাও দেখেছেন মেজর বার্টনকে।তবে আজ পর্যন্ত কারও কোনও ক্ষতি করেননি মেজর। গভীর রাতে একটা বেত হাতে তাঁকে ঘুরে বেড়াতে দেখা যায় ব্রিজরাজ ভবনে।


শুধু একটা ব্যাপারেই রেগে যান তিনি! যদি দেখেন কোনও পাহারাদার কাজে ফাঁকি দিয়ে ঘুমোচ্ছে

তখন কী করেন মেজর?


উঁহু! বেত নয়! সোজা গিয়ে একটা থাপ্পড় কষান সেই ঘুমন্ত পাহারাদারকে!


তাই আবার ঘুরে-ফিরে আসতে হয় সেই লীলা মজুমদারের কথায়! কে বলেছে, ভূত মানেই সে খারাপ হবে?



Enjoy more

Brijraj Bhawan Palace Hotel ব্রিজ রাজ প্যালেসে হোটেল।

১৮৩১ শতকে ভারতে কবে ইংল্যান্ডের নিয়ন্ত্রণে ছিল

কালিম্পংয়ের মরগ্যান হাউস। Morgan House kalimpong .

কালিম্পংয়ের মরগ্যান হাউস নামটা শুনলেই যাঁরা জান

ভয়ংকর এক রাত্রি (Episode 15)

গাড়ি থেকে যখন এই স্টেশনে নামি রাত তখন ঠিক একটা।

হোটেল রাজ কিরণ লোনাভেলা। Hotel Raj Kiran, Lonavala .

মু্ম্বই থেকে শ’খানেক কিলোমিটার দূরে অবস্থিত লোন

আমার ভৌতিক অভিজ্ঞতা-1 My Paranormal Experiences of Real Ghost

আমার ছোটবেলার কিছু টুকরো স্মৃতি তোমাদের সঙ্গে s

ধর্মতলার হানাবাড়ি

হান্টার অ্যাণ্ড কোম্পানী ছিল সেকালের একটি বিখ্য

Kolkata High Court কলকাতা হাই কোর্ট

ভূতের বাসা সেখানেই, যেখানে মনের অন্ধকার। কিন্তু

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন

শেষমেষ ভৌতিক জায়গার তালিকায়ও চলে এলো রবীন্দ্রনা

Kolkatar Hanabari উল্টোডাঙার জমিদারবাড়ি

ব্যস্ত,চঞ্চল শহর কলকাতার বুকে হানাবাড়ির উপস্থি

ভারতীয় জাদুঘর

বিচিত্র সব শব্দ আর উদ্ভট ঘটনার রাজ সাক্ষী ভারতী

Episode 7

নতুন বছরের শুভেচ্ছা জানাই। আগামী বছর সবার খুব ভ

বেগুনকোদর, আতঙ্কের আরেক নাম

পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের গা ঘেঁষে ছোট্ট একটা

চিকতন দুর্গ, Chiktan Fort

চিকতন কেল্লা পরিচিত ‘চিকতন খার’ নামেও। লাদাখের

কুলধারা, Kuldhara

শুধু সাহিত্যের পাতায় নয়। বাস্তবেও ছড়িয়ে ছিটিয়ে

Savoy Hotel Mussoorie সেভয় হোটেল মুসৌরী

মুসৌরি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের একটি পাহাড়ি শ

Episode 2

Check out my latest episode!

bhoot ki

ভুত-প্রেতের কাহিনী তো আপনি নিশ্চয় শুনেছেন। কি