STORYMIRROR

#গল্পকথা

SEE WINNERS

Share with friends

এ বছরের শারদ উৎসব সকলকে অন্য ভাবে উদযাপন করতে হবে। স্টোরিমিরর বাংলা এবং প্রখ্যাত কথাসাহিত্যিক সিদ্ধার্থ সিংহের সাহায্যে আপনাদের জন্য নিয়ে এসেছে এক অভিনব গল্প লেখার প্রতিযোগিতা।


এই প্রতিযোগিতায় নানা ধরনের গল্প আপনারা জমা দিতে পারেন।


সিদ্ধার্থ সিংহের পরিচিতি (https://storymirror.com/profile/umyd8xwu/siddhartha-singha)

২০২০ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে সম্মানিত এবং ২০১২ সালে 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। ১৯৬৪ সালে। ক্লাস নাইনে পড়ার সময়ই তাঁর প্রথম কবিতা ছাপা হয় 'দেশ' পত্রিকায়। প্রথম ছড়া 'শুকতারা'য়। প্রথম গদ্য 'আনন্দবাজার'-এ। প্রথম গল্প 'সানন্দা'য়। যা নিয়ে রাজনৈতিক মহল তোলপাড় হয়। মামলা হয় পাঁচ কোটি টাকার। পরে সত্যজিৎ কোটালের নাট্যরূপ এবং নির্দেশনায় প্রথম নাটক‌ মঞ্চস্থ হয় শিশিরমঞ্চে--- বাঁ হাতের বুড়ো আঙুল।

'রতিছন্দ' নামে এক নতুন ছন্দের প্রবর্তন করেছেন তিনি। এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা দুশো পঁতাল্লিশটি। তার বেশির ভাগই অনুদিত হয়েছে বিভিন্ন ভাষায়। বেস্ট সেলারেও উঠেছে সে সব। ষোলোটি ভাষায় অনর্গল কথা বলতে পারেন এবং লিখতেও পারেন।

এ ছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে যৌথ ভাবে পাঁচশোর ওপর সংকলন সম্পাদনা করেছেন লীলা মজুমদার, রমাপদ চৌধুরী, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, মহাশ্বেতা দেবী, শংকর, সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, সঞ্জীব চট্টোপাধ্যায়, সুচিত্রা ভট্টাচার্য, নবনীতা দেবসেন, রঞ্জন বন্দ্যোপাধ্যায়দের সঙ্গে।

তাঁর লেখা পাঠ্য হয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদে।

২০১৯ সালের ডিসেম্বর মাসের এক তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, মুক্তগদ্য, প্রচ্ছদকাহিনি মিলিয়ে মোট তিনশো এগারোটি লেখা প্রকাশিত হওয়ায় 'এক মাসে সর্বাধিক লেখা প্রকাশের বিশ্বরেকর্ড' তিনি অর্জন করেছেন।

ইতিমধ্যে পেয়েছেন পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, স্বর্ণকলম পুরস্কার, সময়ের শব্দ আন্তরিক কলম, শান্তিরত্ন পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, সন্তোষকুমার ঘোষ স্মৃতি সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, নতুন গতি পুরস্কার, ড্রিম লাইট অ্যাওয়ার্ড, কমলকুমার মজুমদার জন্মশতবর্ষ স্মারক সম্মান, সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের 'শ্রেষ্ঠ কবি' এবং ১৪১৮ সালের 'শ্রেষ্ঠ গল্পকার'-এর শিরোপা।


সিদ্ধার্থ সিংহের প্রকাশিত একাধিক বই এর মধ্যে আনন্দ থেকে প্রকাশ পাওয়া "পঞ্চাশটি গল্প" বিশেষ ভাবে উল্লেখযোগ্য। এই বইটিতে রয়েছে নানা রকম এর ছোট গল্প যা পাঠককে ভিন্ন ধরনের অনুভূতি দেবে।


নিয়মাবলি

১) ছোট গল্প লেখার এই প্রতিযোগিতায় যে কোনও ধারনের গল্প দিতে পারেন।

২) গল্প এর শব্দ সংখ্যা ১০০০ এর মধ্যে রাখুন।

৩) একজন প্রতিযোগী একাধিক গল্প জমা দিতে পারেন।

৪) পূর্বে স্টোরিমিরার এ প্রকাশিত গল্প দেওয়া চলবে না।


পুরস্কার

১) সেরা তিন জন প্রতিযোগী সিদ্ধার্থ সিংহের লেখা "পঞ্চাশটি গল্প" বইটি উপহার পাবেন

২) বিজয়ীরা স্টোরিমিরর এর তরফ থেকে শংসাপত্র পাবেন।


সময়সীমা: ২১ থেকে ৩১ অক্টোবর


ফলাফল প্রকাশনা: 20 নভেম্বরের মধ্যে