STORYMIRROR

#“সকল সৈন্যকে সামরিক অভিবাদন”

SEE WINNERS

Share with friends

“সকল সৈন্যকে সামরিক অভিবাদন”

Duration: Aug 01, 2018 - Sep 15, 2018

Introduction

“আপনি যখন সৈন্যবাহিনীর সাথে যুক্ত হন, আপনাকে আপনার জীবন দেশের জন্য সমর্পন করতে বলা হয়। এর থেকে অনবদ্য কোনো শপথ হতে পারে না। “

– মাইকেল উইন্টার

এমন অনেকের স্মৃতিতে এবং ওনাদের সকলের সম্মানে!

কখনো ভেবেছেন আমাদের সৈন্যরা দেশের ও আমাদের সুরক্ষার স্বার্থে নিজেদের জীবন কত সহজে বিসর্জন দেন? এটাই তো সময় তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর।

StoryMirror আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছে আমাদের সৈন্যদের শ্রদ্ধা জানানোর এবং এইসব সত্যিকারের বীরপুরুষদের জন্য মন থেকে কিছু লেখার। চলুন একসাথে মিলে ওদের গল্প অমর করে তুলি।

আর যাই হোক, আমরা চিরকালীন ঋণগ্রস্ত।


Rules

১) কবিতার জন্য সর্বনিম্ন শব্দ – ১০।

২) গল্পের জন্য সর্বনিম্ন শব্দ – ৫০।

৩) গল্প ও কবিতা – যেকোনো লেখার মৌলিকতা আবশ্যক।

৪) ১লা অগাস্ট ২০১৮ থেকে ১৫ই সেপ্টেম্বর ২০১৮ পর্যন্ত যেসব লেখা জমা পড়বে শুধু সেগুলি ই গৃহীত হবে।

৫) প্রতিযোগিতার থিম হলো – ‘সৈন্যদের প্রতি অভিবাদন। ‘ এই থিমের ওপর লেখা না হলে গ্রহণ করা হবেনা।

৬) লেখা সম্পূর্ণরূপে সৈন্যদের প্রতি উৎসর্গ করে লিখতে হবে – তার মানে গল্প অথবা কবিতা ইতিবাচক মনোভাব প্রতিফলিত করবে।

৭) ফলাফল ঠিক হবে এডিটরের স্কোর + লাইক এর সংখ্যা + ভিউ এর সংখ্যার ওপর – https://storymirror.com ওয়েবসাইট এ।

৮) ফলাফল ঘোষনা হবে ৩০ এ সেপ্টেম্বর ২০১৮।

৯) সব লেখা https://contest.storymirror.com এ গিয়ে সাবমিট করতে হবে – নাহলে গৃহীত হবেনা।

১০) StoryMirror এর সিদ্ধান্ত চূড়ান্ত হবে ও সকল প্রতিযোগীর জন্য বাধ্যতামূলক।


Prize

প্রথম ২০টি গল্প ও প্রথম ৩০টি কবিতা একটি ই -বুক এ প্রকাশিত হবে।

প্রথম পাঁচটি সেরা লেখা কে প্রশংসাপত্র দেওয়া হবে।


Eligibility

সকলের জন্য।


Languages: Bengali
Content type: Story, Poem
Contact person: For any inquiries please reach out at admin@storymirror.com