Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!
Find your balance with The Structure of Peace & grab 30% off on first 50 orders!!

#Hall of words

SEE WINNERS

Share with friends

লেখকরা হন সেই জাদুকর যারা কোনো ছোট একটা দৃশ্য কে তুলে নিয়ে সেটাকে আরো নিখুঁত করে বর্ণনা দিয়ে আকর্ষক এবং আগ্রহজনক করে তোলেন।

একটি সাহিত্য পরিবারের সাথে যুক্ত হয়ে স্টোরি মিরর নিয়ে আসছে "হল অফ ওয়ার্ডস",একটি প্রতিযোগিতা যেখানে আপনি আপনার নিজস্ব একটি সাহিত্যের পৃথিবী বানাতে পারবেন। যেখানে যেকোনো ফিকশন হবে আরো বেশী সম্পূর্ণ, যেকোনো নন ফিকশন হবে আরো বেশী সুর মাধুর্য সম্পন্ন এবং কবিতারা হবে আরো বেশী ছন্দময়

এদিক ওদিক দেখুন তারপর আপনার পছন্দ মত যেকোনো একটি দৃশ্য কে আরো সুন্দর করে ফুটিয়ে তুলুন ।

নিয়ম :

আপনি যে কোনো বিষয়ে লেখা দিতে পারেন। বিষয়ের কোনো নিশ্চয়তা নেই। এডিটরদের দেওয়া ফলাফলের ভিত্তিতে বিজেতা কে নির্বাচিত করা হবে।

প্রতিযোগীকে তাদের নিজস্ব লেখা জমা করতে হবে। লেখা জমা দেওয়ার কোনো সীমাবদ্ধতা নেই।

প্রতিযোগিতার লিংক ছাড়া বা হার্ড কপিতে কোনো লেখা জমা পড়লে সেটি প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না ।প্রতিযোগিতার কোনো প্রবেশমূল্য নেই

বিভাগ:

গল্প, কবিতা

ভাষা:

ইংরেজি ,বাংলা

পুরস্কার :

প্রত্যেক প্রতিযোগী একটি করে অংশগ্রহণের সার্টিফিকেট পাবেন।

সেরা ৫ জন বিজেতা পাবেন ১২৫ টাকা ডিসকাউন্ট মূল্যের একটি স্টোরি মিরর শপ ভাউচার।

প্রত্যেক বিভাগের সেরা ২০ টি লেখা স্টোরি মিররের তরফ থেকে একটি ই বুকে স্থান পাবে। সব বিজেতাদের জন্য থাকবে সার্টিফিকেট।

জমা দেওয়ার সময় সীমা: ২২ শে ডিসেম্বর ২০২২ থেকে ২২ শে জানুয়ারি ২০২৩

ফলাফল : ২৫ শে ফেব্রুয়ারি ২০২৩,

যোগাযোগ :

Email: neha@storymirror.com

Phone number: +91 9372458287