Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

#সাহিত্যের অনুপ্রেরণা

SEE WINNERS

Share with friends


প্রত্যেক লেখকের এর কাছে সাহিত্য সৃষ্টির অনুপ্রেরণা আসে কোন এক বিষয়বস্তু থেকে। অনুপ্রেরণার উৎস হতে পারে কোন বাস্তব ঘটনা বা বাস্তব চরিত্র, বা এমন কি অন্য কোন গল্প বা সিনেমায় দেখা ঘটনা থেকেও। আবার কোন লেখকের কাছে তার নিজস্ব কল্পনা শক্তি দ্বারাও লেখার বিষয় অনুপ্রেরণা আসতে পারে। সকল বাংলা সাহিত্য প্রেমী মানুষের জন্য স্টোরিমিরর ও শিল্পনীড় পত্রিকার যৌথ উদ্যোগে এক বিশেষ লেখার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাস্তব জীবন থেকে হোক বা কল্পনাশক্তি দিয়ে হোক, এখানে আপনি যেকোনো জায়গা থেকে অনুপ্রাণিত হয়ে লিখে ফেলুন আপনার কাহিনী আর আপনার কলমের জোরে ফুটিয়ে তুলুন আপনার অনুপ্রেরণার শক্তি।


শিল্পনীড় বাংলার অন্যতম প্রধান সাংস্কৃতিক পত্রিকা |Shilpaneer Digital

"শিল্পনীড়" - পত্রিকাটি নদীয়া শান্তিপুর থেকে প্রকাশিত হয় |এই পত্রিকাটি মূলতঃ সাংস্কৃতিক বিষয়ক পত্রিকা | এটি বহুল চর্চিত একটি পত্রিকা |বিভিন্ন অঞ্চলে পুরুলিয়া,বনগাঁও, হাওড়া, সুন্দরবন, ত্রিপুরা, মেদিনীপুর, আসাম, কালিংপঙ,বীরভূম, বাঁকুড়া, শিলিগুড়ি,হুগলী, জঙ্গলমহল, জলপাইগুড়ি, মুর্শিদাবাদ, বহরমপুর ডিস্ট্রিক্ট, সাগরদীঘি এমনকি কলকাতা ও বারাসাত এবং মধ্যমগ্রামেও বিস্তার লাভ করেছে |নবান্ন, Unicef, Skill Development, Unnesco, এমনকি নবান্ন স্বরাষ্ট্রদপ্তর ও এই পত্রিকাটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন |

ইমেল আইডি :

bhattacharyyadebasish3@gmail.com

Website

https://shilpaneer-news-paper.business.site/


নিয়মাবলী

১) আপনার লেখা যেকোনো জায়গা থেকে অনুপ্রেরিত হতে পারে। সেটি হতে পারে কোনো বাস্তব ঘটনা বা কাল্পনিক শক্তি দ্বারা রচনা।

২) আপনার কাহিনী লেখার আগে আপনার অনুপ্রেরণার বিষয় বস্তু লেখা বাধ্যতামূলক। উদাহরণ, আপনি যদি বর্ষা ঋতু থেকে অনুপ্রাণিত হয়ে কোন কাহিনী দেখতে চান তাহলে সেটি আপনার কাহিনী শুরু করার আগে উল্লেখ করুন, বা আপনি যদি কোন বাস্তব ঘটনা বাস্তব চরিত্র থেকে অনুপ্রাণিত হন, সেটির বিষয়ে লিখে তারপর মূল রচনা শুরু করুন।

৩) আপনার লেখা বিচার করা হবে, আপনার অনুপ্রাণিত বিষয়বস্তুর সাথে কতটা সামঞ্জস্য রেখে আপনি আপনার মূল কাহিনী রচনা করতে পেরেছেন তার ওপর ।৪) একজন প্রতিযোগী একাধিক সংখ্যক রচনা জমা দিতে পারেন।

৫) স্টোরিমিরর ও শিল্পনীড় পত্রিকার সম্পাদক মন্ডলী যৌথ উদ্যোগে প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হবে।

৬)স্টোরিমিররে সাইটে ইতিপূর্বে জমা দেওয়া কোনো গল্প এই প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না।

৭)নির্দিষ্ট প্রতিযোগিতার লিংক ব্যবহার করেই গল্প জমা দিতে হবে।


পুরস্কার

১) সেরা দশটি রচনা শিল্পনীড় পত্রিকায় প্রকাশ করা হবে।

২) বিজয়ীরা স্টোরিমিরর এবং শিল্পনীড় পত্রিকার পক্ষ থেকে শংসাপত্র পাবেন।


যোগ্যতা

প্রতিযোগিতার সময়কাল: ৬ই জুলাই থেকে ৯ই আগস্ট

ফলাফল ঘোষণা: আগস্ট মাসের শেষ সপ্তাহে

সামগ্রী ধরন: গল্প