STORYMIRROR

#বাচিক অনন্য বাচিক অনন্যা

SEE WINNERS

Share with friends

স্টোরিমিরর বাংলার নিবেদনে সর্বপ্রথম আবৃত্তি ও শ্রুতি নাটকের সেরা প্রতিযগিতা "বাচিক অনন্য বাচিক অনন্যা"..র মধ্য দিয়ে সারা ভারতকে শোনান আপনার আবৃত্তি ও শ্রুতিনাটক পরিবেশনের দক্ষতার অনন্যতা এবং অবশ্যই ছিনিয়ে নিন সেরার সেরা পুরস্কার। 


নিয়মাবলী

1. আপনার অডিও রেকর্ড করুন .mp3, .m4a, .wav ফরম্যাটে ।

2. রেকর্ডিং এর শুরুতেই নিজের নাম আর বয়স অবশই উল্লেখ করবেন ।

3. আবৃত্তি যোগ্য যেকোন কবিতার পাশাপাশি স্বরচিত কবিতা এবং ১টি পুরুষ ও একটি নারী চরিত্র নির্ভর যেকোন শ্রুতিনাটক রেকর্ড করে জমা দিতে পারেন ।

4. ২০ সে সেপ্টেম্বর এর মধ্যে জমা করুন

5. একজন প্রতিযোগী একাধিক অডিও জমা করতে পারেন ।



পুরস্কার


1. বাচিক অনন্য ও বাচিক অনন্যা পুরস্কার ছাড়াও অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে নির্বাচিতরা স্টোরিমিরর বাংলা আয়োজিত সারা ভারত ব্যাপী অনলাইন সাহিত্য সভাতে আবৃত্তি ও শ্রুতিনাটক পরিবেশন করার সুযোগ পাবেন এবং স্টোরিমিররের ফেসবুক পেজে সেই সব কৃতিদের ভিডিও ডিসপ্লে করা হবে । থাকবে ফেসবুকের দর্শকদের বিচারে সবচেয়ে বেশী পরিমাণে পছন্দের নির্বাচিত বিশেষ পুরস্কার।


2. স্টোরিমিরর থেকে বিশেষ শংসাপত্র প্রদান করা হবে ।