STORYMIRROR

#Mumu Shelley - An alternate ending

SEE WINNERS

Share with friends

গল্পেরা আমাদের আকর্ষন অনুভব করে তাদের নিপূণ রচনাশৈলী ও , নানা রকম ঘটনায়। এইরকমই একটি দুর্দান্ত টানটান ঘটনা তুলে ধরা হয়েছে বাঁটুল মুখতিয়ার এর পরিচালিত পুরস্কার প্রাপ্ত চলচ্চিত্র "মুমু শেলী" তে। এই বিখ্যাত সিনেমাটি দেখার জন্য নীচে দেওয়া লিংকে ক্লিক করুন https://evts.eventscape.live/ch5udw

স্টোরি মিরর এই "মুমু - শেলীর" উপর একটি প্রতিযোগিতা শুরু করেছে। যে প্রতিযোগিতায়, প্রতিযোগীদের এই সিনেমার শেষ দৃশ্য টি অন্যভাবে লিখতে হবে,যা হবে সিনেমায় যা দেখানো হয়েছে তার থেকে সম্পূর্ণ আলাদা। যিনি বিজেতা হবেন তিনি সুযোগ পাবেন পরিচালকের সাথে সামনা- সামনি দেখা করার। আগ্রহজনক তাই না ! ।

"মুমু শেলী" দেখুন এবং একটু অন্যরকম ভেবে একটি চমৎকার ক্লাইম্যাক্স এর দৃশ্য তৈরি করুন। যা সিনেমায় দেখানো দৃশ্যের থেকে আলাদা হবে, যিনি জিতবেন তিনি এওয়ার্ড উইনিং পরিচালক "বাঁটুল মূখতিয়ার" এর সাথে দেখা করতে পারবেন।

ভাষা - ইংরেজি

বিভাগ - গল্প

নিয়ম - প্রতিযোগী কে প্রথমে সিনেমাটি দেখতে হবে তারপর তার শেষ দৃশ্য টা সিনেমার থেকে সম্পূর্ণ আলাদা ভাবে লিখতে হবে এখানে

সিনেমাটি দেখার লিংক হলো - https://evts.eventscape.live/ch5udw

এডিটরিয়াল স্কোর এর উপর ভিত্তি করে বিজেতা কে নির্বাচিত করা হবে। সেটি দেখবেন আমাদের বিচারকরা এবং পরিচালক বাঁটুল মুখতিয়াড়।

কোনো প্রতিযোগী যদি ই মেল বা হার্ড কপি তে লেখা জমা দেন ,বা প্রতিযোগিতার লিংক ছাড়া লেখা জমা দেন তাহলে তার লেখা গ্রাহ্য হবে না ।

প্রতিযোগিতায় যোগ দিতে কোনো অর্থ লাগবে না

প্রতিযোগীদের অংশগ্রহনের সার্টিফিকেট তাদের প্রোফাইলে সার্টিফিকেট অংশটির মধ্যে থাকবে।

পুরস্কার

প্রত্যেক প্রতিযোগী একটি করে পার্টিসিপেশন সার্টিফিকেট পাবেন। এছাড়াও যিনি এই প্রতিযোগিতার বিজয়ী হবেন তিনি সুযোগ পাবেন বিখ্যাত পরিচালক বাঁটুল মুখতিয়ার এর সাথে চাক্ষুষ দেখা করার।

সময় সীমা - ৬ ই জানুয়ারি, ২০২২ থেকে 28 ফেব্রুয়ারি ২০২২

ফলাফল - 10 April ২০২২