STORYMIRROR

#রবিপ্রণাম: বিশ্ব কবিকে শ্রদ্ধার্ঘ্

SEE WINNERS

Share with friends

"চিরনূতনেরে দিল ডাক
পঁচিশে বৈশাখ ।"
বৈশাখ মানে নববর্ষ, বৈশাখ মানে নতুন আশার সূচনা আর বৈশাখ মানেই আমাদের বিশ্বকবি রবিঠাকুরের জন্মবার্ষিকী।
সারা বিশ্বের মানব জাতি এখন একটি মহামারীর সম্মুখীন। এই দুঃসময় সাহিত্যপ্রেমী এবং রবীন্দ্র অনুরাগী মানুষদের প্রেরণা দেওয়ার জন্য স্টোরিমিরর এবং কচিপাতা প্রকাশনী ও কচিপাতা দ্বিমাসিক পত্রিকার যৌথ উদ্যোগে আপনাদের জন্য নিয়ে এসেছে লেখার মাধ্যমে কবিগুরুকে স্মরণ করার সুযোগ। আপনার লেখা কবিগুরুকে উৎসর্গ করে লিখুন।
আসুন আমরা সকলে মিলে চিরনতুনকে আহ্বান জানিয়ে মানব জাতির দুঃসময়ে সাহিত্য দিয়ে সকলকে ঐক্যবদ্ধ করে তুলি।

নিয়ম
১. আপনার গল্প বা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে হতে হবে।
২.আপনি কবিগুরুর দ্বারা সৃষ্টি করা কোন বিখ্যাত চরিত্র, গল্প অথবা কবিতা থেকে অনুপ্রেরণা নিতে পারেন
৩. একজন প্রতিযোগী একাধিক সংখ্যক গল্প বা কবিতার জমা করতে পারে।
৪. স্টোরিমিরর এবং কচিপাতার সম্পাদকদের দেওয়া স্কোরের ভিত্তিতে প্রতিযোগিতার বিজয়ী ঘোষনা করা হবে।
৫. গল্প অথবা কবিতা নির্বাচনের ক্ষেত্রে স্টোরিমিরর ও কচিপাতা সিদ্ধান্তই চূড়ান্ত।
৬.স্টোরিমিররে সাইটে ইতিপূর্বে জমা দেওয়া কোনো গল্প এবং কবিতা এই প্রতিযোগিতার জন্য গ্রহণযোগ্য হবে না।
৭. নির্দিষ্ট প্রতিযোগিতার লিংক ব্যবহার করেই গল্প এবং কবিতা জমা দিতে হবে।

পুরস্কার
১. সেরা পাঁচটি গল্প ও কবিতা দ্বিমাসিক কচিপাতা পত্রিকায় প্রকাশিত করা হবে।
২. নির্বাচিত লেখকদের স্টোরিমিরর ও কচিপাতার পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হবে।

যোগ্যতা
প্রতিযোগিতার সময়কাল: ১৫ই এপ্রিল থেকে ১০ই মে
ফলাফল:  ‌১৭ই মে
ভাষা: বাংলা
সামগ্রী ধরন: গল্প এবং কবিতা
যোগাযোগ ব্যক্তি: Dibyajit@storymirror.com