যে বুঝবেনা তাকে,
চেঁচিয়ে বললেও সে বুঝবেনা;
আবার যে বোঝার,
তাকে কিছু না বললেও,
সে নিরন্তর নীরবতার মধ্যেই
উত্তর খুঁজে পায়।
দিতিপ্রিয়া
ঘষা কাঁচের আড়ালে একজোড়া বুড়ো চোখে, ব্যথারাও আজ মূক-
ক্লান্তির দাগ কপালে,
তবুও ফোকলা দাঁতে অমলিন হাসি,
এর নামই কি সুখ?
দিতিপ্রিয়া
জীবনে অনেকসময় অনেক না পাওয়াতেই হয়তো, অনেক কিছু পাওয়া থাকে... হয়তো সেটাই পূর্ণতা!
ছেড়ে যাওয়ার চেয়েও বেশি কষ্ট দেয় ছেড়ে যাওয়ার অনুভূতি।
বড্ড নাছোড় আর অবাধ্য!
- দিতিপ্রিয়া
Don't analyze life, experience it...!
Ditipriya Roy
Life is common for all, but approach is always different....
ডিসেম্বরে বৃষ্টি, মানে অনেকটা...
অসময়ে, মনের দরজায় প্রেমের দস্তক!
জীবনের আজ প্রথমবার উপলব্ধি করলাম,
সম্পর্ক,
সময় মানে না, গভীরতা জানে ...
কখনো কি ইমারতের ফাঁকে থাকা আকাশকে দু-চোখ মেলে দেখেছ?
ভালো করে দেখলে বুঝবে, মেঘেদের ভাঁজে-ভাঁজে লুকিয়ে আছে, হারিয়ে যাওয়া আমাদের শৈশব...
দিতিপ্রিয়া রায়