নরম বাহুর আলতো ছোঁয়ায় কেটে জীবনের সকল মরশুম - গ্রীষ্ম ও শীত।
ভাঙা মনে বয়ে যাক ভালোবাসার ঝড়,
এই মনে এসে জুরুক আরেকটি ভাঙা মন, নরমে গরমে।
সদর্থক চিন্তা ভাবনা, ব্যবহার মানুষ শিখুক আরেকবার,
মহামারী একদিন যাবে চলে কিন্তু থেকে যাবে স্মৃতি সকলের মনে।
সদর্থক ভাবনা চিন্তা আসুক মনে মনে, মহামারী একদিন যাবে চলে, কিন্তু থেকে যাবে আমাদের সদর্থক ব্যবহার।
নরম বাহুর আলতো ছোয়ায় কেটে যাক জীবনের সকল মরশুম -গ্রীষ্ম ও শীত।
করুনা, দয়া, মায়ার আজ বড়োই অভাব কলির হৃদয়ে,
যদি না থাকলো এই সুক্ষ্য অনুভূতিগুলো,
তাহলে হলাম আমরা মানুষ কই?
ঐক্য হবার চৈতন্য হারিয়েছে কি মানুষ লোকারন্যে ?
বেঁচে থাকার প্রলোভনে মানুষ ভুলেছে মনুষত্ব,
সকলেই আছি বেঁচে শুধু হয়ে জ্যান্ত।
যুক্তি-প্রযুক্তির খেলায় হয়েছে মত্ত কলির মানুষ,
এই একই খেলা করেছে সকলকে একা ও বিষন্ন।