ভালোবাসা হয়েছে কিন্তু তোকে রাখার বাসা নেই।
তোকে রাখবো মনের ঘরে- সারাজীবন অমর করে
যদি বাঁচতে চাও
তবে নিজের জন্য
ভালো কিছু করে যাও !
তুমি চলে গেলে ও
তোমাকে নিয়ে
বাঁচবো সবাই !!
বিরহ কি?
তাই বুঝতে কি আমাকে শুধু
কষ্ট দিয়ে যাও?
তোকে পেয়েছি অনেক করে
আমার জীবন গেছে ভরে,
তোকে নিয়ে সময় আমার
কাটছে হুহু করে
তুমি যদি চাও হৃদয় আমার
তবে তুমি হও বন্ধু আমার
মায়ের কাছে সন্তান প্রিয়
স্ত্রী- র কাছে স্বামী ;
আমার কাছে তুমি প্রিয়
জানে অন্তর্যামী ।
কি হবে -যদি তোমাকে না পাই ;
তুমি ভাব - আমি তোমার যোগ্য ও নই ।
সময় শেষে বিদায় বেলা -
তবুও তোমাকে মনে রাখবো।
অনেক কিছুর পরেও
জানা হয়নি আজও
আমার ভালোলাগা গুলোও
কল্পনা কেনো তুমি বল।
হয়তো দেখা হবে না আর
তবু ও পুজোর ভিড়ে
যতটুকু পেলাম,
তা রহিবে হৃদয় মন্দিরে
ভুলিব না আর।