ফল্গুতীরে অন্নপিণ্ডে নিত্য চলে অর্চনা...
তাদের নিয়ে বিরহ মেটে, প্রেমটুকু হয়না।।
ফল্গুতীরে অন্নপিণ্ডে নিত্য চলে অর্চনা...
তাদের নিয়ে বিরহ মেটে, প্রেমটুকু হয়না।।
বিষাদের বাণী অন্তর্ধনি, ফিরে আসে বারবার...
নক্ষত্র সাক্ষী , নেই তার কিছু পেয়ে হারাবার।।
ভাষায় যখন বাঁধন গড়ে, হৃদি সোপানসারি '
আবেগে তখন রক্ত ঝরায় ; একুশে ফেব্রুয়ারি।।