আজ খুঁজছে মন একটা নিশ্চিত নিরাপত্তা
নিরাপত্তা হীনতার এই অন্ধকারে মন খুঁজছে
একটা শক্ত হাত।
প্রয়োজন দুপক্ষের,
তাগিদ দুপক্ষের।
একজনের টাকার জন্য কাজ করে দেওয়া
অপরজনের কাজের জন্য টাকা দেওয়া।
কোথাও মালিক ও কর্মচারীর সুন্দর মধুর সম্পর্ক
আবার কোথাও তিক্ষতার বিষ সম্পর্কে থাকলেও
টাকার জন্য আত্মসম্মানে পাথর বসিয়ে কাজে এসে অপমান সহ্য করতে হয়।
অচেনা রাস্তায় হেঁটে চলেছি
পথের শেষে কী আছে কে জানে!
মৃত্যুপুরি নাকি স্বস্তির নিশ্বাস।
অচেনা রাস্তায় হেঁটে চলেছি
পথের শেষে কী আছে কে জানে!
মৃত্যুপুরি নাকি স্বস্তির নিশ্বাস।