ভীষণ ঝড়ের পর আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রাণ গুলো হঠাৎ ফা৺ক ফোকর দিয়ে মাথাচাড়া দেয়।
কবেকার কোন এলোমেলো ভালো লাগা গুলো মাথায় চেপে বসে। অনাদরে বেড়ে ওঠা সেই বেনামী ভালো লাগা গুলো স্বাধীন সতন্ত্রভাবে কেবল একে অপরকে সামনে ঠেলে দিতে চায় ...।।
বৃষ্টি পড়ে টাপুর-টুপুর,
নদে এলো বান।
শূণ্য পথে জমাট বাঁধা
নীরব অভিমান-
এক এর ওপর আর এক এসে
মিলে গেলো অবশেষে;
সিন্ধু মাঝে বিন্দু লাগি
তাই তো অভিযান।।