সময়ের সাথে নিরন্তর ছুটে চলার অঙ্গীকার,
জীবন আলেখ্য পদ্মপাতার জল, অন্তিমে নিরাকার।
মনের স্বাস্থ্যই সেরা সম্পদ আবদ্ধময় ঋণের সাগরে,
জীবনের স্পন্দন বেঁচেবর্তে থাকে ক্ষয়িষ্ণু সংসারে।
আজ পৃথিবীর জলবায়ু বিষাদিত বিষবাষ্পের দংশনে,
এই সংকট থেকে উদ্ধারকর্তা ধরণীর বক্ষে বৃক্ষরোপণে।
যে শব্দের মিছিলে অহর্নিশি ভুলতে পারি যাবতীয় মনের দূরত্ব,
সেই গানের কথা ও সুরে সকল ব্যবধানকে করতে পারি সংক্ষিপ্ত।
মিথ্যা প্রতিশ্রুতি বিরুদ্ধে দলমত নির্বিশেষে প্রতিবাদের আহ্বান,
এই অমোঘ সত্যটিকে তো দীর্ঘসূত্রতার প্রকৃত রায়দান।
তুমি মনিব হয়েছ বলে, অমানবিক আচরণ কেন?
রক্ত জল ক'রে নিঃশব্দের কর্মকাণ্ড, এটা ভেব যেন।
প্রতিটি ক্ষণে সহমর্মিতা প্রকাশ করা উচিত সকলের,
সযত্নে লালন কর আপন আঙ্গিকে অটিসিমদের।
নব আলোয় আলোকিত হোক সম্প্রীতির মেলবন্ধন,
নববর্ষের প্রারম্ভিক অঙ্গীকার হোক বন্ধ বৃক্ষছেদন।
স্নাতক ডিগ্রি অর্জন করেন কিছু একটা করো ভালো,
নচেৎ অচিরেই শিক্ষার প্রাসঙ্গিকতা হবে খেলো।