জীবন প্রাপ্তি অপ্রাপ্তির এক অবিরল খেলা পাওয়া না পাওয়ার হিসেব কষতে কষতে কেটে যায় বেলা অভিনয় ছিল প্রিয় সময়ের সাথে সাথে সবাই অপ্রিয়
আপনি যতই শিক্ষিত হননা কেন যখন আপনি একটা দরিদ্র-অভাগা মানুষকে সাহায্য করার জন্য হাত বাড়াবেন না,ঐ মুহুর্তে বুঝে নিন যে আপনার শিক্ষার মাঝে বিরাটতম ঘাটতি আছে। আপনার অর্জিত শিক্ষাটা শুধু বড় বড় চাকরি আর সার্টিফিকেট অর্জনের মাঝেই সীমাবদ্ধ। যে শিক্ষা সমাজের কোনো কাজেই লাগে না সে শিক্ষাতো মূল্যহীন।