Sucharita Das
Literary Colonel
AUTHOR OF THE YEAR 2020 - NOMINEE

248
Posts
202
Followers
1
Following

'মনের কলমে' লিখি মনের কথা।

Share with friends

আজও শুনি ভোরের গল্প শিশির ভেজা ঘাসে, বিন্দু বিন্দু ফোঁটাগুলো বড্ড পিছু টানে, মন ভালো করা মুহূর্তরা চোখের পাতায় বন্দী, পরম পাওয়ার আবেশে করবো আজ ভালোবাসার সন্ধি।

বর্ষাকে চিঠি লিখেছে মেঘ করেছে আমন্ত্রণ, মোহময়ী রূপে বর্ষা এসেছে মেঘের ভিজিয়ে দিতে মন। পূর্বরাগের ছোঁয়ায় মেঘের মনেতে লেগেছে রঙ, মেঘ আর বর্ষার যুগলবন্দীতে ভিজলো যে মনপ্রাণ।

মনকেমনে বৃষ্টি হতে চাই ভালোবাসার আকাশে, আপন করে নেব তোমায় বৃষ্টিভেজা রজনীগন্ধার ভালোবাসাতে।

ভুলে যাওয়া সময়ের রূপকথা, কখনও দেয় ভালোলাগা, কখনও ব্যথা। তারই মাঝে এগিয়ে চলে জীবন, আর তার সুখ দুঃখের ইতিকথা।

নারী তুমি নিজেই নিজের অবলম্বন হও, জীবনপথে চলতে গিয়ে নিজেকে নিজেই সামলাও। আত্মনির্ভর হয়ে নজীর স্থাপন করো।

আমরা নারী, প্রয়োজনে আমরা সবকিছু করতে পারি।

নারী তুমি নিজেই নিজের মনের মালিক হতে শেখো, পরের অধীনে আর না থেকে স্বাধীন হতে শেখো। নিজের পায়ে দাঁড়িয়ে গিয়ে নিজেকে প্রমান করতে শেখো।

দশভূজা রূপে তুমি সর্বংসহা, মাতৃরূপে তুমি মমতাময়ী, কন্যারূপে তুমি স্নেহময়ী, জায়া রূপে তুমি প্রেমময়ী, একই অঙ্গে এত রূপে নারী তুমি ধন্য, তোমার গুণে তুমি অনন্য।

নারী তুমি রোজ ভালো থেকো সবাইকে নিয়ে, নারী তুমি নিজেকে যত্নে রেখো নিজের জন্যে। একটু সময় নিজেকে দিও নিজেকে ভালোবেসে। জানি তুমি ভাবো সবার জন্য তাই তো তুমি সর্বাগ্রে অনন্য।


Feed

Library

Write

Notification
Profile