'মনের কলমে' লিখি মনের কথা।
Share with friendsআজও শুনি ভোরের গল্প শিশির ভেজা ঘাসে, বিন্দু বিন্দু ফোঁটাগুলো বড্ড পিছু টানে, মন ভালো করা মুহূর্তরা চোখের পাতায় বন্দী, পরম পাওয়ার আবেশে করবো আজ ভালোবাসার সন্ধি।
বর্ষাকে চিঠি লিখেছে মেঘ করেছে আমন্ত্রণ, মোহময়ী রূপে বর্ষা এসেছে মেঘের ভিজিয়ে দিতে মন। পূর্বরাগের ছোঁয়ায় মেঘের মনেতে লেগেছে রঙ, মেঘ আর বর্ষার যুগলবন্দীতে ভিজলো যে মনপ্রাণ।
ভুলে যাওয়া সময়ের রূপকথা, কখনও দেয় ভালোলাগা, কখনও ব্যথা। তারই মাঝে এগিয়ে চলে জীবন, আর তার সুখ দুঃখের ইতিকথা।
নারী তুমি নিজেই নিজের অবলম্বন হও, জীবনপথে চলতে গিয়ে নিজেকে নিজেই সামলাও। আত্মনির্ভর হয়ে নজীর স্থাপন করো।
নারী তুমি নিজেই নিজের মনের মালিক হতে শেখো, পরের অধীনে আর না থেকে স্বাধীন হতে শেখো। নিজের পায়ে দাঁড়িয়ে গিয়ে নিজেকে প্রমান করতে শেখো।
দশভূজা রূপে তুমি সর্বংসহা, মাতৃরূপে তুমি মমতাময়ী, কন্যারূপে তুমি স্নেহময়ী, জায়া রূপে তুমি প্রেমময়ী, একই অঙ্গে এত রূপে নারী তুমি ধন্য, তোমার গুণে তুমি অনন্য।