হে বিশাল সমুদ্র বাক নিও মনের চোরাবালি ঘেঁষে মরচে ধরা সিংহদুয়ার উপরে নিও ভালোবেসে, স্বপ্নগুলো সাক্ষী থাকুক ঊনিশের অঙ্ক কোষে, ব্যাবধানটা বাড়লে বাড়ুক কুড়ির সঙ্গদোষে..
তুমিই কিছু পারলে না, ও পেরেছে; এমনিই কি সাধে প্রেমের রোগ ধরেছে..? যে রোগের ছাঁচে গড়ছে কতক কবি বেশিরভাগই এসিড ঢেলে জ্যান্ত পোড়ায় ছবি..
দাড়াও হে সমাজ তুমি চলেছ সময়ের ঊর্ধ্বে শর্ত ভেঙে মেতেছ এ যুগের শেষকৃত্যে জীবনের ডুব সাঁতারে হয়তো শ্বাসরুদ্ধ তুমি বিশ্বাস যদি করো জেনো বন্ধু আরো দামি.. -সৌরভ
সময়ের কাছে ছুটি চেয়ে যারা দিয়েছে প্রানের ভাগ আলোকবর্ষ দূরের তারাও তাদের করেছে পরিত্যাগ সোজা অঙ্কটা পারলে তুমি কিসের ভালো ছেলে? লাভ বা ক্ষতি যেটাই হোক ভেবো সময় পেলে.. -সৌরভ