মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে,মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।রবিঠাকুরের এই বাণী এখন অক্ষরে অক্ষরে সত্য। বেঁচে থাকার অধিকার সবার আছে,তা যদি কেউ ছিনিয়ে নেয় তার কঠিন থেকে কঠিনোতম শাস্তির কামনা করি।
মরিতে চাই না আমি এ সুন্দর ভুবনে,মানবের মাঝখানে বাঁচিবারে চাই। রবিঠাকুরের এই বাণী এখন খুব মর্মে মর্মে সত্য বলে অনুভূত হয়।সকল জীবের বেঁচে থাকার অধিকার আছে,কেউ তা থেকে তাকে বন্ঞ্চিত করলে তাকে কঠিন থেকে কঠিনোতমো শাস্তি দেওয়া উচিত।
"আমি রূপে তোমায় ভোলাবো না,ভালোবাসায় ভোলাবো। আমি হাত দিয়ে দ্বার খুলবো না গো,গান দিয়ে দ্বার খোলাবো।" কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন।