"খনিজ মেলে খননে
ভাবনা মেলে মননে।"
স্পর্শে যে আগুন জ্বালালে অন্তরে
বলো নাথ নিভাইবে কেমন।
পৃথিবী পূর্ণ হাহাকার, দুঃখ পূর্ণ পারাবার।
আপনার আমি মুছিয়া ফেলিয়া
বিলিয়ে দাও নিজেকে ভুলিয়া।
না হারায়ে হারায় যারা
আমৃত্যু দুঃখ পায় তারা।
কল্পনার অবনীতে পড়ে সব এক ফ্রেমে বাঁধা।
সবুজে ঘেরা লেকের পাহাড় মাথায় নিয়ে মেঘ।