আমি আবিরের ছোঁয়া রেখে যেতে চাই তোমার মনে, আমি তোমার হৃদয় রাঙিয়ে দিতে চাই প্রেমের লাল বর্ণে। #লাল - ভালোবাসা
নারী গোলাপী রঙের মত স্নিগ্ধ বলে উপহাস কর তুমি; গোলাপ ফুলেও কাঁটা থাকে, আমরা নরম হলেও প্রয়োজনে আঘাত হানতে জানি। #গোলাপী- নারীবাদ
স্বামীজীর বাণী মাথায় রেখে এ সমাজে আসুক নতুন রঙ ক্ষয়িষ্ণু এই সমাজে লাগুক নব কর্মযোগের নব উদ্যম। #কমলা- উৎসাহ /উদ্যম
বয়স তো একটা সংখ্যা মাত্র সবুজ হোক মনের রং, অন্তরের যৌবন দীর্ঘজীবী হলে সার্থক হবে জীবন ধন। #সবুজ - জীবন
ঝগড়াঝাটি কথাকাটি ঝামেলা ছাড়া সম্পর্কের বর্ণ মিছে, কিন্তু সম্পর্কের প্রাণপাখি যে বিশ্বাস সে বিশ্বাসের রং যেন না হয় ফিকে। #নীল - বিশ্বাস
রক্তের বর্ণ লাল হলেও মানুষ কজন হতে পারে? যার মনের রং কালো নয়, শুধু মানুষ বলতে পার তারে। #কালো- জটিলতা