Every failure begets a new hope.
--Madhuri Ghosh.
নীরবতা আসলে বলতে না পারা অসংখ্য শব্দ সমষ্টির প্রতিফলন।।
---মাধুরী ঘোষ।।
বুকের বামপাশে গোলাপি -লাল রঙের একটা বাড়ি আছে।সুখ এবং দুঃখের পাশাপাশি সহাবস্থান সেখানে।কখনো সুখের ঘরের চাবি হারিয়ে ফেলি,আবার কখনো দুঃখ ঘরের চাবি হারিয়ে ফেলি।।
---মাধুরী ঘোষ।
প্রতিটা অপ্রাপ্তির এবং ব্যর্থতার দিন এক একটা শিক্ষণীয় দিন।