আমাদের পরিচয় আমরা গ্রন্থাগারিক,
সবার সাথে, সবার সেবায় জাগ্রত নাগরিক |
গ্রন্থ মোদের ধর্ম পুজো, মোরা গ্রন্থ-পথের পথিক,
হাত বাড়ালে বন্ধু যেনো, আমরা আছি ঠিক |
সকল ভুবন ঘুরে এসে তোমায় খোঁজে ব্যাকুল আঁখি
মা গো তুমি আঁচল পেতে কোলের কাছে নাও যে ডাকি l
এক রং জেতে এক রং হারে,
মৃত্যু উল্লাস নাচে মোদের ঘরে l
মায়ের স্বপ্ন সন্তান থাকুক দুধে ভাতে,
বঙ্গ সন্তান সুর খোঁজে নতুন প্রভাতে l
নিঝুম রাতে জ্যোৎস্না এসে পড়লো দেহ মনে
মাতাল হৃদয়ে বাসর সা যাজায়ে ফুলের বনে
ছোট মানুষ ছোট হাথে ছড়ায়ে খুশির আলো
মিষ্টি কথা আলতো ছোঁয়া প্রাণে লাগে ভালো
বন্যভূমি বন্যস্বাদ বন্যজীবন ভালো
কন্যারুপি বন্যদেবী সন্ধ্যাপ্রদীপ জ্বালো
আর কত দিন রইবো ঘরে রুদ্ধ
জীবন যেনো হঠাৎ করেই স্তব্ধ
নীরব তুমি দেখেছ বসে
করুণ ভূমি কাঁপছে ত্রাসে
দাও দেখা দাও, বাঁচাও এসে
হাঁটব আবার সবুজ ঘাসে
আবার আমরা ছুটবো সবুজ মাঠে
বিকেল হলে বসবো নদীর ঘাটে
রাত যতোই গাঢ় কালো হয়ে ওঠে
নতুন প্রভাত আনবে হাসি সবার ঠোঁটে