দূরত্বের বাহানা গুলো বড্ড অসহায়, যন্ত্রণাদের রাজত্বে তাদের উপদেষ্টার কাজ, কোলবালিশের শরীরে লেগে থাকে অনুভূতিদের বিদ্রোহ, রাতজাগা শিল্পীর চিত্তদাহ... তবু সব কারণের মিছিলে থেকে যায় কিছু রিক্ততা, যে রিক্ততায় শুধু লেগে থাকে ঝাপসা কিছু সত্তা, ঘোলাটে কিছু উপস্থিতি, যে উপস্থিতিতে লেগে থাকে শুধুই অপেক্ষার প্রহর, শিশির মাখা আলোয় শিউলি ফোটার ভোর...