লক্ষ্য টা এমন রাখো
শত বিপদ আসা সত্ত্বেও
যেন তাকে জয় করা যায়।
সাফল্য ছুটে আসে না
কারোর কাছে।
খুঁজে নিতে হয় তাকে।
ক্রোধ ,উন্মাদনা, সাফল্যের প্রতীক নয় ।
ধৈর্য - ই হল সাফল্যের
একমাত্র পথ।
একজন প্রকৃত মানুষ
সেই ।
যে তার বুদ্ধি দিয়ে নয়
চরিত্র দিয়ে পরিচিত।
ক্রোধ , উন্মাদনা, সাফল্যের প্রতীক নয়।
ধৈর্য্য- ই হল সাফল্যের
একমাত্র পথ।