জীবন যখন দুরন্ত গতিতে ছুটেই চলেছে তখন তার জ্বালানির ও প্রয়োজন পরে। আর ঠিক তখন ই মনের গভীরে থেকে বেরিয়ে আসে কিছু লেখা, কিছু ভাবনা, কিছু কল্পনা।বলে ওঠে
"Go life, go.We are here as your fuel"
জীবন মানে ছেলেখেলা,
জীবন মানে বায়না,
চারিদিকে খুঁজে পাওয়া
নিজের মনের আয়না।