শরীর জুড়ে আদর করা পাবে ডজন ডজন মন জুড়ে আদর করা ভাবতে পারে ক'জন বলে না যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন.... ♥♥
পিছন ফিরে তাকিয়ে দেখি সেই দিনের ছায়া যার রূপে গন্ধে আজো অচেনা মায়া মোহমুগ্ধ রূপ তার আহ্লাদে আটখানা মনের দীর্ঘ প্রান্তরে তার অবাধ আনাগোনা মায়ার আবেশে কাটতো সুন্দর হত দিন পুলকিত মন তারি ছোঁয়ায় জাগতো নিত্যদিন #Debasmita