প্রেমের মন্দিরে, প্রিয়জনের স্মৃতি! স্ব-ইচ্ছা ও অনিচ্ছা- জলাঞ্জলি! বেইমান প্রেম নিছক-সুযোগী! স্বার্থ ফুরালে- হয় বিবাগী! - দীপা চ্যাটার্জি।
অবুঝ মন ********** নিঃঝুুম রাতে একাকী , কিছু আর নেই বাকী! যাত্রী সব গেছে চলে, কাউকে কিছু না বলে! অদৃশ্য না ফেরার দেশে, আমি পড়ে আছি শেষে! জানি, ফিরবে না কেউ, মনে জমে কান্নার ঢেউ !