বিলীন হয়ে যায় মরদেহ, কল্পনা হয় বলা কথা
বেঁচে থাকে গল্প রা
বেঁচে থাকে রূপকথা
নয় ধনসম্পদ নয় পরিবার ধর্ম
তোমার পরিচয় দেবে তোমার কর্ম
সকাল সকাল আকাশ কালো
জমানো যেন ব্যথা
ঝর ঝর মুখর বাদল
বলল সব কথা।
এক চোখ তারে খোঁজে
এক চোখ মোরে ।
দু চোখের ধারা হায়
মিলায় সাগরে।