রাতের আঁধার কেটে গিয়ে
জীবনে আসুক ভোর,
দুঃখগুলো উধাও হয়ে
বাঁধুক সুখের দোর।
-পিয়ালী
হারতে শেখো,
নিজেই দাঁড়াও ঘুরে-
নিঃস্ব হয়েও কবিতা লেখো,
আত্মবিশ্বাস শ্বাস নিক মনের অন্তঃপুরে।
-পিয়ালী
যন্ত্র হলেও যন্ত্রণা হয়
আকণ্ঠ বিষপানে,
মৃত পাহাড় একলাটি রয়
জীবিতের সন্ধানে।
-পিয়ালী ত্রিপাঠী