- সকাল থেকে একটা ফোন করার কথা মনে হয়নি? - হয়েছে। - করিসনি কেন? - ইচ্ছে হয়নি,তাই করিনি। - যেদিন নিজের ইচ্ছের কাছে হার মানতে পারবি, ইচ্ছে হলে সেদিন-ই ভালোবাসিস।।।
বৃষ্টি ভেজা বসন্ত, কোকিল-দের নিস্তেজ করে বিকেল-টাকে যেন নিস্তব্ধ করে দিয়েছে। তখন যেন মনে হয়, সদ্য ঘুম ভাঙা তোমার ক্লান্ত-মৃদু গলার স্বর তো আমার সঙ্গে আছে।। থাক না,ক্ষতি কী? - শঙ্খদীপ