সাইনি রায়
Literary Captain
25
Posts
1
Followers
0
Following

বাংলার ছাত্রী।লিখতে ভালোবাসি।লেখার পাশাপাশি নাচ,গান,আঁকাতেও আগ্রহ রাখি।বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে,নিজের আত্মরক্ষার দায়িত্ব নিজের হাতেই তুলে নিয়েছি।তাই ২০১৭ সাল থেকে শিখছি ক্যারাটে।গতবছর ব্ল্যাকবেল্টও অর্জন করেছি।

Share with friends
Earned badges
See all

'বিশ্বাস' শব্দটি এখন অপভ্রংশিত হয়ে 'বিষ্বাস' এ পরিণত হয়েছে।সবারই শ্বাস-প্রশ্বাসে এখন শুধুই বিষ আর বিষ।

বড় বড় রাষ্ট্রনেতারা যুদ্ধ করেই শান্তি পান।

এই কংক্রিটের রাজত্বে,একদিন দুচোখ মেলে সবুজ প্রকৃতি দেখতে,মিউজিয়ামে যেতে হবে।

একটা মেয়ে কালো হতে পারে,কিন্তু তার মানে সে দুর্বল নয়।তার ভিতরেও শক্তি আছে।মনে রাখবেন কালীও কালো,কৃষ্ণও কালো।

সামান্য একটু উৎসাহ,কোনও ভেঙ্গে পড়া মানুষের জীবন বদলে দিতে পারে।

মানুষের মনে যত রহস্য, এত রহস্য বারমুডা ট্রায়াঙ্গেলেও নেই।

আমি এমন নারীবাদী নই যে,একজন নিরীহ পুরুষমানুষ একজন ভয়ঙ্কর মহিলার হাতে নির্যাতিত হচ্ছে দেখেও,শুধুমাত্র মহিলা হওয়ার দরুন আরেকজন মহিলার অন্যায়কে সমর্থন করে যাব।

কোনও বিশেষ একজনের উপর নির্ভর করার অর্থই হলো বাদ-বাকিরা নির্ভর করার অযোগ্য।

ছোট্ট হোক্ কিম্বা জীর্ণ।মনে করে ঘরের একটা জানালা অন্তত,একটু হলেও খুলে রেখো।জানালা বন্ধ করে রাখলে,তা দিয়ে আশার আলো আসবে কেমন করে?


Feed

Library

Write

Notification
Profile