আত্মা সেথায় যাবে চলে যেথায়
ভাবের আকাশে নেইকো অভাব
জীর্ণ শরীর যাবে মিশে
মাটির সাথে কদিন পরে
"জবরদস্তি দখল করা সম্পদ
অধিকাংশ সময় দুঃখের কারণ হয়
অন্যায় অর্জিত সব কিছুই
দুঃখের বার্তা বহন করে। "
"আবিষ্কারের নথিপত্র ঘেঁটে
জানলাম অনেক কিছু
পারিনে জানিতে মনটাকে মোর
কেন ছুটে যায় শুধু "
দেবাশিস
"কোন অভিযানে যাবো আমি
পারের কড়ি নেই যে আমার
দিও তুমি সাথ ভালোবাসা শুধু
দুনিয়াতে মোর কিছু নেই পাওয়ার "
"চাইনা আমার কোনও কিছু
চাই যে শুধু তোমায়
এইটুকু কৃপা করো মোরে
কভু না ভুলি তোমায়"
"कृपा करों प्रभु
मैं तुम्हे कभी न भूल जाऊं
भुला दो मुझे सब कुछ
ह्रदय में रहो सदा तुम।"
"আপদ বিপদ তুচ্ছ করি
তোমার পানে চেয়ে
সকলি যখন নিরাশ করে
তুমি জ্বালাও আশার বাতি"
দেবাশিস ভট্টাচার্য্য
"চোখ দিয়ে বিশ্ব দেখে
চোখের দেখা পাইনে
হৃদয় দিয়ে ভালোবেসে
তোমার হৃদয় পাইনে"
দেবাশিস ভট্টাচার্য্য
"চিত্ত বিনোদনের জন্য
চিত্ত দিলাম তোমায়
আমার এ চিত্ত পাওয়ার পরে
রাখবে তুমি কোথায়"
দেবাশিস ভট্টাচার্য্য