চারা গাছের মত বড় হয় ক্রমেই,
থামে না অত্যাচার।
প্রতিরোধ যদি চাও এক হয়ে,
লড়াইটা দরকার।
জীবনের অনেক কিছুই বুঝে উঠতে পারিনি !
কি বললে,
আর আসবে না?
অনেক হয়েছে আসা যাওয়া?
আসার অনুমতি তুমি নাওনি,
আর যাওয়ার অনুমুতি আমি দেয়নি।
প্রিয় বন্ধু!
ছায়া বৃত্ত ঘিরে ছড়িয়ে দিই অনুরাগ,
অন্তহীন শ্যামল গিলে খায় সভ্যতা।
যন্ত্রণা জমে উঠে হৃদয়ের নীল খামে,
বিষন্ন ক্লান্তিতে কাটে পৃথিবীর সময়।