যুগ যুগ ধরে চলে আসা এই অন্ধ আইন ও শৃঙ্খলা ন্যায় বিচারে উন্মুখ।
বাদল দিনের মেঘলা আকাশ এক চোখ কালো কাজলের ন্যায় দীপ্তিমেয়
ধোঁয়াশা আচ্ছন্ন পৃথিবীতে ভ্রাতৃত্বের বন্ধন হল সব চেয়ে স্বচ্ছ ও সব চেয়ে পবিত্র।।
এক সমুদ্র ভরা কোটাল কারোর জীবনে হয়তো বা মরা কোটাল।
ধরিত্রী মায়ের কোল আজ বড়ই রক্তাক্ত, বড়ই ম্লান।
কিছু কথা তথা অভ্যাস ভোলার জন্য অ্যালকোহল প্রয়োজন।
কিছু অ্যালকোহল জীবনদায়ী ঔষধের ন্যায় কাজ করে।
।।সব পরিবেশ সকলের জন্য মানানসই নয় বিশেষ করে যারা প্রকৃতি মায়ের কোল শূন্য করে দেয়।।